ক্রমবর্ধমান সংরক্ষণবাদ এবং উচ্চ লাভের আশায় আর্থিক বাজারে করা বিনিয়োগের ঝুঁকির কারণে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে বলে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, “মন্থর চাহিদা, পরিবর্তনশীল অর্থ বাজার এবং স্বাধীন বাণিজ্য ও বিনিয়োগের কারণে বিশ্ব অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে পৌঁছেছে।” চীনের হাংজু শহরে দুইদিনের জি-২০ সম্মেলনের প্রথম দিন রোববার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন জিনপিং। এই প্রথম চীনে জি-২০ সম্মেলন হচ্ছে।
বিশ্বের ধনী দেশগুলোর এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীন দ্বিপাক্ষীয় বেশ কিছু বিষয়ে আলোচনা করেছে। ওই আলোচনাকে ‘অত্যন্ত ফলদায়ক’ বলে বর্ণনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। যদিও দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারের মত সমস্যাসঙ্কুল বিষয়ে উভয়পক্ষ ফলপ্রসূ আলোচনায় ব্যর্থ হয়েছে।
জি-২০ ভূক্ত দেশগুলোকে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছেন জিনপিং। তিনি বলেন, “কথার ঝুড়ি খোলার পরিবর্তে জি২০ ভুক্ত দেশগুলোর উচিত কাজে নামা।” “বিশ্ব অর্থনীতি যে ঝুঁকি ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, হাংজু সম্মেলনে তা মোকাবেলার উপায় বের হবে বলে আশা আন্তর্জাতিক সমাজের।”
সম্মেলনের প্রথম দিনে বিশ্বজুড়ে স্টিল সঙ্কট, বাণিজ্যিক বাধা এবং যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ )ত্যাগের বিষয়েও আলোচনা হয়। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল বলেন, “অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়াতে একজোট হয়ে কাজ করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন জি২০ নেতারা।”