বৃষ্টির কারণে ডাম্বুলায় বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দিনরাতের এই ম্যাচে আগে ব্যাট করে ৩১১ রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের ইনিংস শেষ হলেই নামে বৃষ্টি। তাসকিন আহমেদ শেষ ওভারে করেছিলেন হ্যাটট্রিক। তবে শ্রীলঙ্কায় ৩০০ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই বলে খুশিতেই ছিল লঙ্কানরা। কিন্তু তাদের সব আনন্দে বৃষ্টির পানিতে ভেসে গেল। জেতার আশা করতেই পারতো। হতে পারতো কার্টেল ওভারের ম্যাচ। কিন্তু বৃষ্টি সেই অনুমতি না দেওয়ায় রনগিরি মাঠের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় অনেক দেখার পর। এই ম্যাচের কোনো রিজার্ভ ডে নেই। তাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জয়ের সুবাদে ১-০ তে এগিয়েই থাকল বাংলাদেশ। ১ এপ্রিল সিরিজের শেষ ম্যাচ। সিরিজ হার এড়াতে ওটাই স্বাগতিকদের শেষ ভরসা।
তবে এই ম্যাচে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে থাকল তাসকিন আহমেদের হ্যাটট্রিক। বাংলাদেশের মাত্র পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন ২১ বছরের ফাস্ট বোলার। আর শ্রীলঙ্কার পাওয়া বলতে কুশল মেন্ডিসের সেঞ্চুরি।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ : দানসুকা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, আসেলা গুনারত্নে, মিলিন্দা সিরিওয়ার্দানে, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমাল, নুয়ান কুলাসেকারা, নুয়ান প্রদিপ।
সূত্র: ইন্টারনেট