লক্ষ্য মাত্র ১৮৩, সাদামাটা লক্ষ্য তাড়া করা আহামরি কিছু নয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জন্য। ১৬ ওভারেই ৮৩। ১টি উইকেট হারায় তারা। ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি সংগ্রহ করে ফেলেছে তারা। এখন দরকার শুধু আর ৪টি ওভার খেলা। সব মেডেন হলেও সমস্যা নেই। এমনকি দুটো উইকেট হারালেও সমস্যা ছিলোনা। কিন্তু ১৬ ওভার শেষে নামা বৃষ্টি আশীর্বাদ হয়ে এলো টাইগারদের জন্য। একবার থামলে ফের নামে। বাধ্য হয়েই ম্যাচ পরিত্যক্ত করতে বাধ্য হন আম্পায়াররা। বাংলাদেশের জন্য এ বৃষ্টি যেন সৌভাগ্যই বয়ে আনলো। বেঁচে রইল বাংলাদেশের আশা। দুরূহ হলেও কাগজে কলমে টিকে থাকলো টাইগারদের সেমিফাইনাল খেলার স্বপ্ন। ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে ১ পয়েন্ট করে পেয়েছে দুই দলই। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। সমান সংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ২। আগের ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারনে পয়েন্ট ভাগাভাগি করেছিল অসিরা। ১ ম্যাচে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্বাগতিক ইংল্যান্ড।
এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নির্ভার ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। শুরু থেকেই রানের গতি বাড়িয়ে খেলেছেন দুজনে। তবে এই জুটিকে বিস্ফোরক হতে দেননি রুবেল হোসেন। দলীয় ৪৫ রানে ফিঞ্চকে ফিরিয়ে দিয়েছেন ব্যক্তিগত ১৯ রানে। এরপর উইকেটে আসেন অধিনায়ক স্মিথ। ওয়ার্নারের সঙ্গে দেখে শুনে ব্যাটিং করে গড়েন ৩৮ রানের জুটি। ২৫ বলে ২২ রান করে উইকেটে অপরাজিত তখন অধিনায়ক। আর ৪৪ বলে ২টি চারে ৪০ রানে অপরাজিত ওয়ার্নার। ১৬ ওভারে ফিঞ্চের উইকেট হারিয়ে অসিদের সংগ্রহ ৮৩ রান। পানি পানের বিরতিতে যায় দল। যেতে যেতেই নামে বৃষ্টি। মাঝে একবার থামে। নতুন লক্ষ্যও পায় তারা। ৪৩ ওভারে ১৭২ রান। কিন্তু আবার নামে বৃষ্টি। এ দফায় বৃষ্টির তোড় ছিল আরও বেশি। ফলে ১ পয়েন্টের সন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
সূত্র: ইন্টারনেট