অনেক দিন ধরেই ইংল্যান্ডের হয়ে নিজের সেরাটা দিতে পারছেন না এই তারকা খেলোয়াড়। এমন কঠিন সময়ে রোববার রাতে দারুণ এক রেকর্ড গড়েছেন রুনি। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা আউটফিল্ড খেলোয়াড়ে পরিণত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রোববার রাতে স্লোভাকিয়ার বিপক্ষে মাঠে নেমেই রেকর্ড গড়েন রুনি। আউটফিল্ড খেলোয়াড় হিসেবে রেকর্ড সর্বোচ্চ ১১৫ ম্যাচ খেলা ডেভিড বেকহমাকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েন ইংলিশ দলনায়ক (১১৬)।
স্টিভেন জেরার্ডের চেয়ে দুটি ম্যাচ বেশি খেলা রুনি ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপজয়ী নায়ক ববি মুরকে (১০৮) তো অনেক আগেই পেছনে ফেলে দিয়েছেন। সব মিলিয়ে ইংল্যান্ডের জার্সি গায়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সাবেক গোলরক্ষক পিটার শিলটন; তিনি খেলেছেন ১২৫ ম্যাচ। ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রুনি আগামী দুই বছর খেলতে পারলেই শিলটনকে ছাড়িয়ে দেশের সর্বকালের সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়ে পরিণত হতে পারবেন।