উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন চলতি মাসেই রাশিয়ায় গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে কোথায় ও কখন দুই নেতা একত্রিত হবেন জানানো হয়নি। খবর রয়টার্স।
২০১১ সালে কিমের ক্ষমতায় বসার পর উত্তর কোরিয়া–রাশিয়ার মধ্যে এটাই প্রথম শীর্ষ বৈঠক হতে যাচ্ছে। কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে পিয়ংইয়ংয়ের বাড়তে থাকা দূরত্বের মধ্যেই পুতিনের সঙ্গে কিমের বৈঠকের এ ঘোষণা এল।
এদিকে উত্তর কোরিয়া জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেওকে চায় না। পম্পেওর জায়গায় আরও পরিণত কাউকে আলোচনায় দেখার প্রত্যাশাও ব্যক্ত করেছে পিয়ংইয়ং।