স্পাের্টস ডেস্ক: কোপা আমেরিকায় ব্যর্থতার জের ধরে কার্লোস দুঙ্গাকে বরখাস্ত করার পর তার স্থলাভিষিক্ত হিসেবে করিন্থিনিয়াসের কোচ তিতেকে নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে গোল ডটকম এটি জানিয়েছে। বুধবার করিন্থিনিয়াস প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, তিতে ক্লাবের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন। ফলে খুব শিগগিরই তিতে নেইমারদের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। ২০১৫ সালের কোপা আমেরিকার ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাই পর্বে বাজে শুরু এবং কোপা আমেরিকার শতবর্ষী টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায়- সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছিল না দুঙ্গার। ব্যর্থতার জের ধরে সোমবারই দুঙ্গা ও কো-অর্ডিনেটর গিলমার রিনাল্ডিকে বরখাস্ত করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। দুদিন না যেতেই নতুন কোচ হিসেবে তিতেকে নিয়োগ দেয় ব্রাজিল।
সিবিএফ এখনো আনুষ্ঠানিকভাবে তিতের নাম নতুন কোচ হিসেবে ঘোষণা করেনি। তবে বুধবার করিন্থিয়ান্সের প্রেসিডেন্ট রবের্তো দে আন্দ্রাদের এক সংবাদ সম্মেলনে তিতের ব্রাজিল কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।