জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ম্যানচেস্টার বিস্ফোরণের হতাহতের ঘটনায় শোক জানিয়ে একটি বার্তা প্রেরণ করেছেন। বার্তায় মি. আবে বলেন, অসংখ্য তরুণ সংগীত প্রেমীর জড়ো হওয়া একটি স্থানে এরকম ভয়ানক আক্রমণে তিনি ভীষণ মর্মাহত।
মি. আবে বলেন, এ সপ্তাহের শেষে অনুষ্ঠেয় সাতটি শিল্পোন্নত দেশের জোট বা জি-৭ এর শীর্ষ বৈঠকে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাপানের জোরালো অবস্থানের বিষয়ে বক্তব্য রাখবেন। তিনি বলেন, বৃটেনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের সংগে একজোট হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য জাপান দৃঢ়প্রতিজ্ঞ।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা