ভারতে প্রথমবারের মত সৌরবিদ্যুৎ সংযোগে চালিত হল ট্রেন। মূলত ট্রেনে বিদ্যুৎ চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ ব্যবহার করা হবে, ট্রেন চালিত করতে নয়। নয়াদিল্লি থেকে শহরতলি পর্যন্ত চলা ডিজেল চালিত লোকাল ট্রেনে প্রথমবার সৌরশক্তি ব্যবহার করা হল। শুক্রবার দিল্লির সফদরজঙ স্টেশন থেকে এই ট্রেনের যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু। চালু হওয়া ট্রেনগুলি চলবে দিল্লির সরাই রোহিল্লা থেকে হরিয়ানার ফারুখ নগর পর্যন্ত। এ বছর অন্তত আরো চার-পাঁচটি এ চালু হবার সম্ভাবনা কথা বলছে কর্তৃপক্ষ।
এর আগে ডিজেল জেনেরেটর থেকে ট্রেনের কামরাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হত। এখন সৌরবিদ্যুতের মাধ্যমে এ কাজটি করা হবে। শুরুতে এ জন্য লোকাল ট্রেনগুলোকে বেছে নেয়া হয়েছে। এ কাজে মোট ৪ কিলোওয়াট সম্পন্ন ৩২টি প্যানেল বসানো হয়েছে প্রতিটি ট্রেনে। ট্রেনের ছয়টি কামরার ছাদে দুইদিকে ১৬টি করে সৌর প্যানেল থাকছে এতে। এই প্যানেল থেকে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ যাবে কামরাগুলিতে। ফলে বৃষ্টির সময়ে বা রাতে কোনও ধরনের সমস্যা হবে না। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় ট্রেনের মধ্যে এ সৌর বিদ্যুৎ সংযুক্ত করা হয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন, ট্রেনে এ ধরণের সৌরবিদ্যুতের ব্যবহার বিশ্বে প্রথম। এই সৌরশক্তি দিয়ে ৭২ ঘন্টা টানা ট্রেন চলবে। আগামী দিনে আরও ৫০টি কামরা সৌরবিদ্যুৎ দিয়ে চালানোর পরিকল্পনা রয়েছে রেলমন্ত্রণালয়ের।
সূত্র: সংবাদ প্রতিদিন