দীর্ঘদিন পর ফের তামিল ফিল্মে দেখা যেতে চলেছে বলিউড অভিনেত্রী কাজলকে। আর এবার তার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণের সুপারস্টার ধনুশ। ফিল্মের নাম ভিআইপি-২। ঠিক ২০ বছর আগে কাজল প্রথম তামিল ফিল্মে অভিনয় করেছিলেন। সেই ফিল্মের নাম ছিল মিনসারা কানাভু। দুই দশক পর দ্বিতীয় তামিল ছবিতে অভিনয় করছেন কাজল। ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, এখন তাই ভিআইপি-২ নিয়ে সিনেমাপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। একটি নতুন পোস্টারও লঞ্চ হলো ফিল্মের। ভারতীয় ফিল্ম সমালোচক রমেশ বালা ভিআইপি ২-এর নতুন পোস্টারটি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন।
রজনীকান্তের মেয়ে এবং ধনুশের শ্যালিকা সৌন্দর্য এই ফিল্মের পরিচালক। আর গল্প লিখেছেন স্বয়ং ধনুশ। ভিআইপি-২ তামিল, তেলুগু এবং হিন্দি ভাষায় রিলিজ করবে।