টোকিও নগর পরিষদ নির্বাচনে এক প্রার্থীকে সমর্থন করে নিজের দেয়া বক্তব্যকে বিভ্রান্তিমূলক মন্তব্য হিসাবে অভিহিত করে ক্ষমা চেয়েছেন, জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদা। তবে তিনি প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে এই বলে পদত্যাগে অস্বীকৃতি জানান যে, তিনি তার দায়িত্ব সম্পন্ন করতে বদ্ধপরিকর। মঙ্গলবার ইনাদা ভোটারদেরকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর পক্ষে ভোট প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, অনুরোধটি প্রতিরক্ষা মন্ত্রণালয়, আত্মরক্ষা বাহিনী, প্রতিরক্ষামন্ত্রী এবং এলডিপি’র।
পরে তিনি তার মন্তব্য থেকে পিছু হটেন। বিরোধীরা তাকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছেন। ইনাদা শুক্রবার সাংবাদিকদের বলেন যে, এসডিএফ-এর কথা উল্লেখ করে তিনি স্থানীয় অধিবাসীদের প্রতি সেখানে তাদের একটি ঘাঁটির অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছেন। প্রার্থীর এলাকার নিকটবর্তী একটি ওয়ার্ডে এই ঘাঁটি অবস্থিত। ইনাদা আরো বলেন, সরকারি দপ্তর বিষয়ক নির্বাচনি আইন ভঙ্গের কোন ইচ্ছা তার ছিল না। এতে সরকারি কর্মচারির পদমর্যাদা ব্যবহার করে নির্বাচনি প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা