জাপানের দুজন নৃত্যশিল্পী মস্কো আন্তর্জাতিক ব্যালে নাচ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রথম পুরস্কার অর্জন করেছেন। প্রতিযোগিতাটি চার বছর অন্তর হয়ে থাকে এবং এটি ব্যালে নাচের জন্য বিশ্বের সবচেয়ে বেশি মর্যদাসম্পন্ন প্রতিযোগিতার অন্যতম।
পুরুষদের দ্বৈত নাচে কোয়া ওকাওয়া প্রথম পুরস্কার লাভ করেন। রাশিয়ান রিপাবলিকান অফ তাতারাস্তানে ২৫ বছর বয়সী এই নৃত্যশিল্পীর একটি নৃত্য সংগঠন রয়েছে। সিনিয়র বিভাগে এই প্রথম ২৪ বছরের মধ্যে কোনো জাপানির প্রথম পুরস্কার অর্জন।
জুনিয়র বিভাগে, বালকদের একক নাচে মার্ক চিনো শীর্ষ পুরস্কার লাভ করেন।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা