অনলাইন ডেস্ক: শিশুরা না বুঝে মাঝেমধ্যে মাটি খেয়ে ফেলতে পারে। বড় মানুষ মাটি খাবে এটা তো ভাবা যায় না। তবে ঘটনা সত্য। ভারতের উত্তরপ্রদেশের এক ব্যক্তি গত ১৭ বছর ধরে রোজ নিয়ম করে আধা কেজি বা ৫০০ গ্রাম করে মাটি খেয়ে আসছেন। উত্তরপ্রদেশের মোরাদাবাদের রামেশ্বর প্রতিদিন ভাত, মাছ, মাংস, তরিতরকারির সঙ্গে মাটি খান। পেশায় তিনি কৃষক। চিকিৎসকরা জানিয়েছেন মাটি খাওয়ার কারণে তার শরীরে কোনো সমস্যা দেখা যায়নি।
তবে রামেশ্বর জানান, তার কঠিন অসুখ হয়েছিল। মুখ দিয়ে রক্ত বের হতো। কোনো চিকিৎসাতেই সারছিল না অসুখ। হঠাৎ একদিন তিনি মাটি খেয়ে বসেন। আশ্চর্যের বিষয় হচ্ছে এর পর তার মুখ দিয়ে রক্ত বের হয়ো বন্ধ হয়ে যায়। এরপর থেকে রামেশ্বর নিয়ম করে প্রতিদিন মাটি খান।