আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করলেন হিলারি ক্লিনটন। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়ন গ্রহণ করেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের জন্য তার প্রতিশ্রুতি পূরণে বাঁধাহীনভাবে কাজ করবেন বলে জানান। পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় ডেমোক্রেট দলের কনভেনশনে যোগ দেন হাজারও মানুষ। মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে বড় দুই দলের একটি থেকে কোনো নারী মনোনয়ন গ্রহণ করলেন।
ডেমোক্রেট দলের হয়ে নির্বাচনের লড়াইয়ে তাকে সমর্থন দিয়েছেন সাবেক বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। আলাদা সমাবেশে ওবামা ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে তিনি স্বয়ং এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের চাইতেও হিলারি যোগ্য বলে মত দেন।