মালয়েশিয়ায়, জাপানের ঐতিহ্যবাহী বোন নৃত্যানুষ্ঠানে প্রায় ৩৫ হাজার লোকজনের সমাগম ঘটেছে। দেশটিতে ৪০ বছরের বেশী সময় ধরে প্রত্যেক বছর গ্রীষ্মকালে এই অনুষ্ঠানের আয়োজন করে আসা হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে দেশটিতে বসবাসরত জাপানী নাগরিকদের গ্রুপ এবং জাপানী বিদ্যালয়গুলো এই অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানী কুয়ালালামপুরের শহরতলীতে আয়োজিত এই অনুষ্ঠানে, মালয়েশীয় নাগরিক এবং দেশটিতে বসবাসরত জাপানীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা, অনুষ্ঠান উপলক্ষে মঞ্চের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে জাপানের ঐতিহ্যবাহী সঙ্গীতের তালে তালে নৃত্য করেন।
অংশগ্রহণকারীদের কয়েকজন, জাপানের গ্রীষ্মকালীন পোশাক ইউকাতা পরিধান করেন। দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী উপলক্ষে রাতের আকাশে আতসবাজি ফোটানো হয়। বার্ষিক এই অনুষ্ঠানটি, জাপানের বাইরে অনুষ্ঠিত বৃহত্তম জাপানী নৃত্যের অনুষ্ঠান বলে কথিত রয়েছে। নৃত্যানুষ্ঠানে প্রথমবারের মত অংশগ্রহণকারী জনৈক মহিলা, জাপানী সংস্কৃতির সৌন্দর্য তাঁকে অভিভূত করেছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানটির আয়োজকদের অন্যতম প্রতিনিধি ওয়াতারু ওবা, জাপানের গ্রীষ্মকালীন নৃত্য শেখা সহজ বলে উল্লেখ করেন। তিনি এও বলেন যে, তিনি চান সবাই এই নৃত্য শেখার চেষ্টা করে মিলেমিশে উপভোগ করুক।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা