Breaking News

মিয়ানমারে পান্নার খনিতে ধস: নিহত ১১, নিখোঁজ অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের উত্তরের এক প্রত্যন্ত অঞ্চলে একটি পান্নার খনিতে ধসে অন্তত ১১ জন নিহত ও অর্ধশতাধিক নিখোঁজ হয়েছেন। সোমবার রাতে কচিন প্রদেশের পাকান্তে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রতিবেশী দেশ চীনে মূল্যবান রত্ন পান্নার বিপুল চাহিদার কারণে এই পান্নাই যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে জীবিকার মূল উপায়। এর আগেও বেশ কয়েকবার এ ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে মিয়ানমারের দুর্বল অবকাঠামোর পান্না শিল্প।

নভেম্বরে এরকমই ঘটনায় শতাধিক শ্রমিক নিহত হয়েছিলেন।

উদ্ধার অভিযান চলছে।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *