চিত্রনাট্যকারের দেওয়া মামলার জেরে মুক্তির আগেই আদালতে প্রদর্শিত হবে রাম গোপাল ভার্মার ‘সরকার-থ্রি’ সিনেমাটি। ৭ এপ্রিল মুক্তির কথা রয়েছে রামগোপাল ভার্মার পলিটিক্যাল ক্রাইম থ্রিলার ‘সরকার-থ্রি’। অমিতাভ বচ্চন, ইয়ামী গৌতম, জ্যাকি শ্রফ, মনোজ বাজপেয়ী অভিনীত এ ছবিটি ঘিরে তাই দর্শকের আগ্রহের কমতি নেই। কিন্তু মুক্তির আগেই আদালতে প্রদর্শিত হতে যাচ্ছে রাম গোপাল ভার্মা পরিচালিত এ ছবিটি।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, সম্প্রতি ‘সরকার-থ্রি’ সিনেমার চিত্রনাট্যকার নীলেশ গিরকারের দেওয়া মামলার জেরে থমকে আছে এ ছবির প্রচারণার কাজ। গিরকারের দাবি চিত্রনাট্যের জন্য তাকে সম্পূর্ণ পারিশ্রমিক দেননি পরিচালক রাম গোপাল ভার্মা। চিত্রনাট্যটি সম্পূর্ণই গিরকারের লেখা কিনা তা যাচাই করতেই পুরো ছবি প্রদর্শনের নির্দেশ দিয়েছে ভারতের উচ্চ আদালত। তবে সিনেমার গোপনীয়তা বজায় রাখতে এ সময় কোনো রেকর্ডিং সামগ্রী রাখা যাবে না বলে নির্দেশ দেয়া হয়েছে।