ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তামিম ইকবাল। রেকর্ড-পরিসংখ্যানে লেখা থাকবে এটিই। তবে পুরস্কারটি শেষ পর্যন্ত হাতে উঠেছে সাকিব আল হাসানের! নিজের ম্যাচ সেরার স্বীকৃতি সাকিবকেই দিয়েছেন তামিম। ম্যাচ শেষে টেন ক্রিকেটের সঙ্গে আলোচনায় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড জানালেন তামিমের এই সৌজন্যবোধের কথা। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের জয়ে শেষ দিনে ৮২ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন তামিম। শেষের লড়াইয়ের জয়-পরাজয় নির্ধারণে বড় ভুমিকার কারণেই হয়তো ম্যাচের সেরা খেলোয়াড় বেছে নেওয়া হয়েছে তাকে।
তবে ম্যাচ জুড়ে লড়াইয়ে বাংলোদেশকে এগিয়ে রেখেছেন সাকিবই। অসাধারণ এক সেঞ্চুরি করেছেন প্রথম ইনিংসে। বল হাতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৬ উইকেট। টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫ বার ম্যাচ সেরা হয়েছেন সাকিবই। ৩ বার হয়ে তামিম স্পর্শ করলেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুলকে।