যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বার্লিংটনের এক বিপণি বিতানে গুলিবর্ষণে চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাতের এই গুলিবর্ষণের ঘটনায় পুলিশ অন্ততপক্ষে এক হামলাকারীকে ধরতে তল্লাশি শুরু করেছে বলে সিএনএন জানিয়েছে।
অঙ্গরাজ্যটির টহল পুলিশের মুখপাত্র সার্জেন্ট মার্ক ফ্রান্সিস এক টুইটে এ কথা জানিয়েছেন। সন্দেহভাজনকে ধরতে বিপণি বিতানটির প্রতিটি দোকানে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সিস। পুলিশ আসার আগেই গুলিবর্ষণকারী ঘটনাস্থল থেকে সরে পরে। গুলিবর্ষণকারী একজনই ছিল বলে ধারণা করছে পুলিশ।
বার্লিংটন ওয়াশিংটন অঙ্গরাজ্যের (রাজধানী ওয়শিংটন নয়) প্রধান শহর সিয়াটল থেকে উত্তরে প্রায় এক ঘণ্টার গাড়ি দূরত্বে অবস্থিত। টুইটারের ঘোষণায় ফ্রান্সিস বার্লিংটনের বাসিন্দাদের ‘ক্যাসকেড মল’ এলাকার বন্ধ করে দেওয়া রাস্তাগুলো দিকে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন।