জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী কার্ল ভিনসন ফিলিপাইনের অদূরে প্রশান্ত মহাসাগরে জাপানের আত্মরক্ষা নৌ-বাহিনীর দু’টি ডেস্ট্রয়ারের সাথে যৌথ একটি মহড়া শুরু করেছে। কার্ল ভিনসন সেই মহড়ায় জাপানের ডেস্ট্রয়ার আশিগারা এবং সামিদারের সাথে যোগ দেয়। মহড়ার পর যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীটি কোরীয় উপদ্বীপের অদূরের সমুদ্রের দিকে যাত্রা করবে।
মন্ত্রণালয় জানায় যে সমুদ্রে যৌথভাবে হুমকির জবাব দেয়া ও প্রতিরক্ষা সামর্থ্য উন্নত করে নিতে, সম্মিলিত পরিচালনা দক্ষতা বৃদ্ধি করে নিতে এবং প্রয়োজন দেখা দিলে নৌ-শক্তি যে যে কোন সময়ে অঞ্চলের প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছে তা নিশ্চিত করে নিতে নিয়মিত সেই মহড়ার আয়োজন করা হয়েছে।
হামলা পরিচালনা গ্রুপের কমান্ডার রিয়ার এডমিরাল জিম কিলবি’র উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে তিনি বলেছেন জাপানের আত্মরক্ষা নৌ-বাহিনী এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক এখন আগের যে কোন সময়ের চাইতে ভাল এবং দ্বিপক্ষীয় মহড়ার কল্যাণে আংশিকভাবে সেটা সম্ভব হয়েছে। আগামী মঙ্গলবার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর ৮৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর দুদিন আগে যৌথ মহড়া শুরু হয়। উত্তর কোরিয়াকে উস্কানি দেয়া থেকে নিরুৎসাহিত করার লক্ষ্যে যৌথ মহড়ার আয়োজন করা হয় বলে ধারণা করা হচ্ছে।