উত্তর কোরিয়া এখনই দক্ষিণ কোরিয়া ও জাপানে পরমাণু হামলা চালাতে সক্ষম এবং যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে হামলার সক্ষমতা অর্জন সময়ের ব্যাপার মাত্র বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে আলোচনায় এই শঙ্কা প্রকাশ করেন টিলারসন।
তিনি বলেন, “যদি নিরাপত্তা পরিষদ দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ না করে তবে বিপর্যয়কর ফলাফল নেমে আসবে।” “উত্তর কোরিয়ার যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা অর্জন এখন হয়তো শুধুমাত্র সময়ের ব্যাপার।” নিরাপত্তা পরিষদের সদস্যরা উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞার পূর্ণ বাস্তবায়নে নিজেদের সর্বশক্তি প্রয়োগ করছে না বলেও অভিযোগ করেন টিলারসন।
তিনি বিশেষ করে চীনের প্রতি প্রভাব খাটিয়ে উত্তর কোরিয়ার বানিজ্য সংযোগ নিয়ন্ত্রণের কথাও বলেন।