অস্ট্রিয়ায় রথসচাইল্ড পরিবারের শেষ সম্পদও বিক্রি হয়ে গেল। এর মধ্য দিয়ে দেশটিতে এ পরিবারের ২০০ বছরের ইতিহাসের সমাপ্তি ঘটল।
মেয়ার আমশেল রথসচাইল্ডের হাত ধরে রথসচাইল্ড পরিবারের যাত্রা হয়। ঊনবিংশ শতাব্দীতে রথসচাইল্ড পরিবারের হাতে ছিল বিশ্বের সবচেয়ে বেশি সম্পদ। আমশেল তার আট সন্তানের মধ্যে পাঁচজনকে ইউরোপের বিভিন্ন রাজধানীতে ব্যবসা করতে পাঠিয়ে দেন। এ পরিবারের প্রধান শাখাগুলো ভিয়েনা, প্যারিস, নেপলস, লন্ডন ও ফ্রাংকফুর্টে ভাগ হয়ে যায়।
১৮১৫ সালে সালোমন রথসচাইল্ড ভিয়েনায় ব্যবসা শুরু করেন। অস্ট্রিয়ায় এ সম্পদের উত্তরাধিকারী বেতিনা বার লোয়ার অস্ট্রিয়া অঞ্চলে থাকা সাত হাজার হেক্টর বনভূমির দুটি ট্রাস্ট বিক্রি করতে সম্মত হয়েছেন। ভিয়েনাভিত্তিক প্যাকেজিং প্রতিষ্ঠান প্রিনজহর্ন হোল্ডিং এ সম্পদ কিনে নিচ্ছে বলে জানা গেছে। এ বনভূমিটি নিউইয়র্ক সেন্ট্রাল পার্কের চেয়ে ২০ গুণ বড় ।
তথ্যসূত্র: ব্লুমবার্গ ও উইকিপিডিয়া