বিশ্বের অন্যতম জনপ্রিয় লাক্সারি জেট বোয়িং ৭৪৭-৮ বিক্রি করে দিবে কাতার রাজ পরিবার । আর এ জন্য ৫০ কোটি ইউরো ডলার দাম হেঁকেছে বিমানটির বিক্রির দায়িত্ব পাওয়া সুইজারল্যান্ডের সংস্থা আমাক এরোস্পেস। তবে এটিকে বিমান না বলে রাজপ্রাসাদ বলাই ভাল। বিমানটি মোট ৪৬৭ জন যাত্রী নিয়ে যেতে পারলেও কাতার রাজ পরিবার ভিতরের জায়গা বাড়ানোর জন্য আসন অনেকটাই কমিয়ে দিয়েছে। বর্তমানে বিমানটিতে সর্বাধিক মাত্র ৭৬ জন যাত্রী এবং ১৮ ক্রু মেম্বারের বসার জায়গা রয়েছে । তবে যাত্রী আসন কম থাকলেও বিমানটিতে রয়েছে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা। বিমানটির ভেতরে রয়েছে একটি ডবল বেডরুম, একটি লিভিং রুম, মিটিং রুম। এ ছাড়াও রয়েছে ১০টি টয়লেট। এ ছাড়া কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়লে বিমানের মধ্যেই তৎক্ষণাৎ তার চিকিৎসা শুরু করা যাবে। কারণ,একটি ছোট হাসপাতালও রয়েছে বিমানের মধ্যেই!
জানুয়ারি ২০১৫ সালে প্রথম আকাশে উড়ে বিমানটি । এখন পর্যন্ত মাত্র ৪০৩ ঘণ্টা উড়েছে এই বিমান। সে দিক থেকে বললে বিমানটি বেশ নতুন রয়েছে। তা সত্ত্বেও কেন হঠাৎ রাজ পরিবার বেচে দিতে চাইছে তা পরিষ্কার নয়।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।