ঢাকা ডেস্ক: হালের ফ্যাশন, লাইফস্টাইল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহার নিয়ে রাজধানীর বসুন্ধরায় শুরু হলো ১০ম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর কুড়িলে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে মঙ্গলবার শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে ৪ জুন পর্যন্ত। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস্ লিমিটেড ইউ.এস.এ. (সেমস্- গ্লোবাল, ইউ.এস.এ), ও সেমস্ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, বিগত কয়েক বছরে আয়োজিত মেলায় ব্যাপক সাফল্য পেয়েছিলেন তারা। তারই ধারাবাহিকতায় আবারও মেলার আয়োজন করা হয়েছে।
জানাগেছে, মেলায় ১০টি দেশ থেকে প্রায় ১০০টি প্রতিষ্ঠান এই মেলাতে অংশ নিচ্ছেন। মেলায় বিভিন্ন পণ্য ও সেবাসমূহের পৃথক প্যাভিলিয়ন রয়েছে।
মেলায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রতিনিধি, পরিবেশক, আমদানিকারক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, পাইকারি, খুচরা বিক্রেতা, হোটেল, রেস্টুরেন্ট সমূহের বাণিজ্যিক প্রতিনিধিরা ইলেকট্রনিক্স, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্য সেবা পণ্য, প্রসাধন সামগ্রী, গৃহসামগ্রী, ফ্যাশন ও আনুসাঙ্গিক, কারু ও হস্তশিল্প, ইত্যাদি প্রদর্শন করবে। এই মেলায় সেবা গ্রহণকারী হিসেবে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, মায়ানমার, ভুটান, শ্রীলংকা, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও মালয়েশিয়া থেকে ক্রেতারা অংশগ্রহণ করে থাকে। সবার অংশগ্রহণের মধ্যদিয়ে একটি মিলনস্থলে পরিণত হয়।