Breaking News

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবসৃষ্ট বেলপুকুর থানার উদ্বোধন

মোঃ মারসিফুল ইসলাম(সুইট)

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবসৃষ্ট বেলপুকুর থানার উদ্বোধন করা হয়েছে। নবগঠিত এ থানাটি পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন নিয়ে গঠিত। থানাটি বর্তমানে বেলপুকুর ইউনিয়ানের বিলমিল্লাহ ডাল মিল ও জামিরা ঢালান সংলগ্ন পশ্চিম পার্শ্বে জামিরা মৌজায় অবস্থিত এবং জামিরার বিশিষ্ট শিল্পপতি আলহাজ এনামুল হকের একটি বাড়ি ভাড়া নিয়ে যাত্রা শুরু করেছে।  জানাগেছে, গতকাল বৃহম্পতিবার দুপুর ১২টার সময় উদ্বোধনী অনুষ্ঠানে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ কবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপ-পুলিশ কর্মকর্তা পূর্ব আরএমপি রাজশাহী মোঃ সাজিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূর্ব জেলা অতিরিক্ত কমিশনার মোঃ হাতেম আলী। এয়াড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা সহ-সভাপতি ওবায়দুর রহমান, পুঠিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি কাজী শরিফ, সুমনুজ্জামান সুমন, শাজাহান আলী প্রমুখ। বেলপুকুর থানার অফিসার ইনচার্জ কবিরুল ইসলাম ছাড়াও ২ জন এস.আই, ৫ জন এ.এস.আই ও ১৪ জন কনস্টেবল দায়িত্ব পালন করবেন।

মোঃ মারসিফুল ইসলাম(সুইট)
পুঠিয়াা, রাজশাহী।

About admin

Check Also

অনলাইন স্বাস্থ্য পরামর্শ সেবা চালু করেছে নারিতা বিমানবন্দর

জাপানের নারিতা বিমানবন্দর বলছে জাপানে আগত ক্রমশ বেশি সংখ্যক ভ্রমণকারীর অভিজ্ঞতা উন্নত করে নেয়ার চেষ্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *