মস্কোয় সরকারবিরোধী বিক্ষোভের সময় এক পুলিশ কর্মকর্তার কথা অগ্রাহ্য করার অভিযোগে রাশিয়ার প্রধান বিরোধীদলের নেতা অ্যালেক্সাই নাভালনিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত। বিবিসি জানায়, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিক্ষোভ সমাবেশ আয়োজন করায় আদালত নাভালনিকে ২০ হাজার রুবল (৩৫০ মার্কিন ডলার) জরিমানাও করেছে।
নাভালনির আইনজীবী আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন নাভালনি। তার ডাকে রাশিয়ার প্রায় ৯৯টি শহরে রোববার বিক্ষোভ সমাবেশ হয়। ওইদিন রাজধানী মস্কোতে অনুষ্ঠিত সমাবেশে যোগ দিতে আসলে নাভালনিকে গ্রেপ্তার করা হয়।
ক্রেমলিনের অভিযোগ, বিরোধীদল আইনভঙ্গ এবং নৃশংসতার উসকানি দিচ্ছে। অর্থের বিনিময়ে কম বয়সীদের বিক্ষোভ সমাবেশে নিয়ে আসা হয়েছে বলেও অভিযোগ তোলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পৃথক বিবৃতিতে নাভালনিসহ গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল।