স্পোর্টস ডেস্ক: ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের অ্যাথলেটদের নিষিদ্ধ করা হয়েছিল আগেই। পরে ইভেন্টের ৬৮ জন রাশিয়ান অ্যাথলেট নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছিলেন। তবে তাদের জন্য আশার বাণী মিলল না। রিও অলিম্পিক থেকে শেষ পর্যন্ত নিষিদ্ধই হতে হলো তাদের। সঙ্গে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা জাগল পুরো রাশিয়া দলেরই! বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রীড়া আদালত রাশিয়ান অ্যথলেটদের এই নিষেধাজ্ঞা বহাল রেখেছে। আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন (আইএএএফ) এর আগে গত মাসে রাশিয়ার অ্যাথলেটিক্স ফেডারেশনের (এআরএএফ) তালিকাভুক্ত এই অ্যাথলেটদের প্রতি নিষেধাজ্ঞার রায় দিয়েছিল। আপিলে সেই রায়টাই বহাল থাকল।
আসন্ন রিও অলিম্পিকের জন্য ৩৮৭ জনের দল ঘোষণা করেছে রাশিয়া। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করা ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ৬৮ জন অ্যাথলেটও তার মধ্যে আছেন। পোলভোল্টের রানি ইয়েলেনা ইসিনবায়েভাও আছেন রাশান দলে। এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের এই রায়ে ঝুলে থাকল পুরো রাশিয়া দলের ভাগ্যই।