রিও অলিম্পিকে বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন সোনা জয় করেছেন। রিদমিক জিমন্যাস্টিক্সের একক অল-অ্যারাউন্ড ইভেন্টে সোনা জিতেছেন রাজশাহীর এই মেয়ে। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্বদেশি ইয়ানা কুদ্রিভাতসেভাকে পেছনে ফেলে সর্বমোট ৭৬.৪৮৩ স্কোর করে সোনা জয় করেন মার্গারিটা। সোনা জিতে যেন বিস্ময়ের ঘোরই কাটছে না এই বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান তারকার। মস্কোতে জন্ম নেওয়া মার্গারিটা মামুনের বাবা আবদুল্লাহ আল মামুন বাংলাদেশি। আর তার মা আনা সাবেক রিদমিক জিমন্যাস্ট। জুনিয়র লেভেল থেকেই বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া মার্গারিটা রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ডের মালিক।
জিমন্যাস্টে ট্রিপল অল-রাউন্ড ইভেন্টে রৌপ্য পদক জিতেই সন্তুষ্ট থাকতে হয় কুদ্রিভাতসেভাকে। মার্গারিটার পেছনে থেকে ৭৫.৬০৮ স্কোর গড়ে রৌপ্য জেতেন তিনি। ইউক্রেনের জেনা রিজাদিনোভা ৭৩.৫৮৩ স্কোর গড়ে ব্রোঞ্জ জেতেন। গত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দুটি রৌপ্য পদক জেতা মার্গারিটা মামুন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ইয়ানা এমন বড় ভুল করেছে দেখে আমি বেশ বিস্মিত। কেননা, ইয়ানা সব সময়ই লাইমলাইটেই ছিল এবং অনেকটা ঠাণ্ডা মাথার ছিল। নার্ভাননেস তাকে কখনোই ছুঁয়ে যেতে দেখিনি। আমি শুরু থেকেই ভেবেছি যে আমি সোনা জিততে পারব না। এজন্যই আমি অনেকটা বিস্মিত। নিজের জন্য, কোচের জন্য এবং দর্শকদের জন্য আমি লড়েছি। সোনা জিততে পেরে অসম্ভব ভালো লাগছে।’