দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রিও আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। বুধবার রাতে হন্ডুরাসের সঙ্গে ১-১ গোলে ড্র করায় বিদায় ঘণ্টা বাজে আর্জেন্টিনার। এই ড্রয়ের ফলে তিন ম্যাচে সমান একটি করে জয়-পরাজয় ও ড্রয়ে ৪ পয়েন্ট অর্জন করে আর্জেন্টিনা। অন্যদিকে হন্ডুরাসেরও ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় আর্জেন্টিনাকে বিদায় করে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় হন্ডুরাস।
বাংলাদেশ সময় বুধবার রাতে প্রথমার্ধে আর্জেন্টিনা দারুণ খেলেও এগিয়ে যেতে ব্যর্থ হয়। তবে খেলার ধারার বিপরীতে দুবার পিছিয়ে পড়তে যাচ্ছিল অ্যাঙ্গেল কোরেয়ার দল। হন্ডুরাস গোলের সহজতম একটি সুযোগ নষ্ট করলে এবং প্রথমার্ধের শেষ মুহূর্তে গোলরক্ষক জেরোনিমো রুলি হন্ডুরাস তারকা ব্রায়ান আকোস্তার পেনাল্টি শট রুখে দিলে বড় বেঁচে যায় আর্জেন্টিনা। বিরতির পর আর্জেন্টিনাকে এগিয়ে নিতে ব্যর্থ হন কোরেয়া। পেনাল্টি শট থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। এরপর আর্জেন্টিনাকে হতাশ করে পেনাল্টি থেকে গোল করে হন্ডুরাসকে এগিয়ে নেন আন্তনিও লুসানো। ইনজুরি সময়ে মরিসিও মার্টিনেজ সমতাসূচক গোল করলেও সেটি আর্জেন্টিনার বিদায় রুখতে পারেনি।
আর্জেন্টিনার বিদায়ের দিন বিদায় নিয়েছে অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকোও। বুধবার রাতে দক্ষিণ কোরিয়ার কাছে ১-০ গোলে হেরে বিদায় ঘটে মেক্সিকানদের। তবে ফিজিকে ১০-০ গোলে উড়িয়ে দিয়ে ঠিকই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় জার্মানি। আলজেরিয়ার সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে গ্রুপের শীর্ষ দল হিসেবেই নকআউটে পা রাখল পর্তুগাল।