পশ্চিম লন্ডনে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। উত্তর কেনসিংটন এলাকায় গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে আটকে পড়া ৬৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক মানুষ টাওয়ারে আটকা পড়েছে, সাহায্যের জন্য চিৎকার করছে এবং তাদের সন্তানদের উদ্ধারের জন্য চিৎকার করছে। অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে জানা গেছে, লন্ডনের ছয় হাসপাতালে এখন পর্যন্ত ৬৮ জন উদ্ধারকৃতকে নিয়ে যাওয়া হয়েছে, তাদের ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ল্যাটিমার রোডে অবস্থিত গ্রিনফেল টাওয়ারে রাত একটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। কি কারণে আগুন লেগেছে সেটা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছেন, রাতে তারা অনেককে ফ্লাটের ভিতর থেকে আলো জ্বালাতে দেখতে পেয়েছেন, মোবাইল ফোন কিংবা টর্চের আলো মনে করছেন তারা। অনেককে জানালায় দেখেছেন তাদের শিশু সন্তানকে ধরে রাখতে। মেট্রোপলিটন পুলিশের প্রধান কমান্ডার স্টুয়ার্ট কন্ডি বলেন, “অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এখন পর্যন্ত ১২ জনের নিহতের ব্যাপারে আমরা নিশ্চিত হতে পেরেছি।”
গ্রিনফেল টাওয়ারে আগুন নেভানোর জন্য কাজ করছে ৪০ টি অগ্নিনির্বাপক যন্ত্র এবং ২০০ জন অগ্নিনির্বাপক কর্মী। সূত্র: বিবিসি