লিবিয়ার সির্তে শহরে কথিত ইসলামিক স্টেট (আইএস) এর সদর দফতর দখলে নিয়েছে বলে দাবী করেছে দেশটির সরকার ও যুক্তরাষ্ট্রের যৌথবাহিনী। বুধবার মিসরাতা শহরের কাছে সরকারি যোদ্ধারা এ সাফল্য অর্জন করেছে বলে জানানো হয়েছে। সিটি সেন্টারের সাথে শহরটির প্রধান হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও নিয়ন্ত্রণে নিয়েছে বলেও দাবি তাদের।
যৌথবাহিনীর মিডিয়া কার্যালয়ের মুখপাত্র রিডা ইসা জানান, ‘সম্মেলন কেন্দ্র এখন সম্পূর্ণ আমাদের বাহিনীর নিয়ন্ত্রণে।’ মিডিয়া কার্যালয় থেকে সামাজিক মাধ্যমগুলোতে পোস্ট করা ছবিতে দেখা যায়, অস্ত্রধারী যৌথবাহিনীর সেনারা ট্রাক এবং ট্যাঙ্ক নিয়ে সম্মেলন কেন্দ্রের সামনে অবস্থান করছে। ওই সিটি সেন্টারটি মুয়ম্মার গাদ্দাফির শাসনামলে বেশকিছু গুরুত্বপূর্ণ বৈঠকের কেন্দ্র হিসেবে পরিচিত। গত বছর আইএস সেটির নিয়ন্ত্রণে নেয়। এরপরই লিবিয়ায় সির্তে শহরটি হয়ে ওঠে ভূমধ্যসাগরের কাছে আইএসের সবচে গুরুত্বপূর্ণ ঘাঁটি।
সরকারপন্থি বাহিনী বলছে, বেশ কিছু আইএস যোদ্ধা আবাসিক এলাকাগুলোতে এখনো আটকে আছে।