চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন হজ্বে যাবেন। আগামী ১১ ই জুলাই বুধবার আশকোনা হজ্ব ক্যাম্পে চলতি বছরের হজ্ব কার্যক্রম এবং আগামী ১৪ ই জুলাই শনিবার হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন দুটি ফ্লাইটে সরকারিভাবে ৮২১ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের সবার বাড়ি ভাড়া করাসহ হজযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথম দিনের সব হজযাত্রীকে ১০ জুলাই হজ ক্যাম্পে উপস্থিত থাকতে হবে। এ জন্য মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে উপস্থিতি নিশ্চিত করার কাজ চলছে।
এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা যায়, উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের ভিসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে সব হজযাত্রী সৌদি আরব যাবেন।
Check Also
১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া
জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …