চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দশটি স্বর্ণের বার ও একশ গ্রাম সোনার গয়নাসহ দুবাইফেরত এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান রোধে দেশব্যাপী পরিচালিত অভিযান ‘আইরিন’ এর মধ্যেই সোনার এ চালান আটক হল।
গ্রেপ্তার মো. নুরু উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামে নামেন বলে অধিদপ্তরের উপ-পরিচালক এস এম শামীমুর রহমান জানান। তিনি বলেন, “গ্রিন চ্যানেল অতিক্রমের সময় নুরুর কাছে থাকা কালো রঙের হাতব্যাগ তল্লাশি করে সোনার বার ও অলঙ্কার পাওয়া যায়।” আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ৪৬ লাখ টাকা বলে গোয়েন্দা কর্মকর্তা শামীম জানিয়েছেন।