“টু প্লাস টু” বৈঠকে এপ্রিলে আবে-পুতিন শীর্ষ বৈঠক অনুষ্ঠানের বিষয়ে মতৈক্য হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এপ্রিল মাসের শেষ দিকে রাশিয়ায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। আজ বিকেলে দু দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে বৈঠকের পর একথা ঘোষণা করা হয়। টোকিওতে “টু প্লাস টু” নামে পরিচিত বৈঠকটি শেষ হওয়ার পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে জাপানের পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা বলেন যে তিনি দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের সময়সূচির বিষয়টি রুশ পররাষ্ট্র মন্ত্রী সেরগেই লাভরফের সাথে আলোচনায় নিশ্চিত ক’রে নিয়েছেন।
দু দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের প্রারম্ভে মিঃ কিশিদা বলেন, জাপান ও প্রতিবেশী দেশ রাশিয়ার মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে পারস্পরিক সমঝোতা আরও গভীর ক’রে তোলা খুবই গুরুত্বপূর্ণ। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী তোমোমি ইনাদা বলেন যে তিনি ব্যাপক দৃষ্টিকোন থেকে জাপান ও রাশিয়ার মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলায় খোলামেলা আলোচনা হবে, সেই প্রত্যাশায় রয়েছেন। উত্তরে মিঃ লাভরফ বলেন, আলোচনার পুনরারম্ভ, দ্বিপাক্ষিক সম্পর্ক’কে এমন এক নতুন মাত্রায় উন্নীত করেছে, যা পরস্পরের মধ্যে আস্থা আরও গভীর ক’রে তুলবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই শোইগু বলেন, দুদেশের মধ্যে সামরিক আদান-প্রদান পুনরায় আরম্ভ করায় রাশিয়া গঠনমূলক পদক্ষেপ গ্রহণে প্রস্তুত, একথা তিনি জোর দিয়ে জানাতে চান।
২০১৩ সালের নভেম্বরের পর থেকে জাপান ও রাশিয়ার মধ্যে এটাই ছিল মন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক। রাশিয়া ইউক্রেইনের ক্রিমিয়া অঞ্চল দখল করার পর, প্রতিবাদের অংশ হিসেবে এধরণের বৈঠক স্থগিত রাখা হয়েছিল। ক্রিমিয়া দখলের পর এটাই রাশিয়ার মন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা