বিএনপি জাপান শাখার সিনিয়র নেতা এবং যুবদল জাপান শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা দেলোয়ার হোসেন এর মাতা নারায়নগঞ্জ পশ্চিম দেহভোগ মাদারাসা পূর্ব নগর নিবাসী জরিনা বেগম রোবাবর রাত ৮টায় (বাংলাদেশ সময়) বাংলাদেশে ইন্তেকাল করেছেন ইননা লিল্লাহ ওয়া ইননা লিল্লাহে রাজেউন। মৃতকালে মরহুমার বয়স হয়েছিল ৯০ বছর। পাঁচ ছেলে এবং দুই মেয়ে সহ অনেক আত্মীয় স্বজনকে রেখে গেছেন। জাপান কমিউনিটির পরিচিত মুখ তার মায়ের আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
জাপান বিএনপির নেতাকর্মী সহ জাপান প্রবাসীরা গভীর শোক প্রকাশ করেছেন।
