বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। দীর্ঘ দিন ধরে ইনজুরির সঙ্গে লড়াই করা লাসিথ মালিঙ্গাকে দলে রেখেছে তারা। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলেছেন মালিঙ্গা। অবশ্য ওয়ানডে সিরিজের মতো টি-টুয়েন্টিতেও লঙ্কান দলের নেতৃত্বে থাকছেন উপুল থারাঙ্গা। ষোল সদস্যের টি-টুয়েন্টি দলে ওয়ানডে সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা কুশল মেন্ডিসকে রাখা হয়নি। বাদ পড়েছেন অফ স্পিনার সাচিথ পাথিরানাও। অন্যদিকে ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ মিস করা কুশল পেরেরাকে ফিটনেস সাপেক্ষে রাখা হয়েছে দলে। অর্থাৎ ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই তিনি থেকে যাবেন দলে।
এদিকে ওয়ানডে সিরিজের পারফম্যান্স দিয়ে টি-টুয়েন্টি স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন থিসারা পেরেরা। বাংলাদেশে অনুষ্ঠিত ইমার্জিং টিমস এশিয়া কাপের দলে থাকা শিহান জয়সুরিয়া ডাক পেয়েছেন দলে।
মঙ্গলবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি বৃহস্পতিবার।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল:
উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিলশান মুনাবিরা, দানুশকা গুনাথিলাকা, কুসল পেরেরা (ফিটনেস সাপেক্ষে), লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা, নুয়ান কুলাসেকারা, দাসুন শানাকা, ভিকুম সঞ্জয়া, মিলিন্দা সিরিবর্দনা, আসেলা গুনারত্নে, সিকুগে প্রসন্ন, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, লাকশান সান্দাকান, শিহান জয়াসুরিয়া।
স্ট্যান্ডবাই: সাদুন বিরাকোডি