বাংলাদেশ ক্রিকেট দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। সোমবার দুপুর দুইটায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমানে ঢাকা ছেড়েছেন মুশফিক, সাব্বির ও মুমিনুলরা । হঠাৎ করে দেশে ফিরে মুশফিকদের সঙ্গেই শ্রীলঙ্কা গেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। তবে পিএসএল নিয়ে ব্যস্ত তামিম ইকবাল দুবাই থেকে সরাসরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন। শ্রীলঙ্কা সফরের শুরুটা হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে। ২-৩ মার্চ মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুই দিনের ম্যাচটি খেলবে বাংলাদেশ। তারপর ৭ মার্চ গলে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। শেষ টেস্টটি ১৫ মার্চ শুরু হবে কলম্বোর পি সারা ওভালে। যে ম্যাচ দিয়েছে টেস্টে ক্রিকেটে নিজেদের শততম ম্যাচে মাঠ নামবেন মুশফিকুর রহীমরা।
বাংলাদেশের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ২৫ মার্চ ডাম্বুলায়। তার আগে ২২ মার্চ হবে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ। এদিকে ২৮ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ডাম্বুলাতেই। তৃতীয় ওয়ানডে ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। এদিকে আগামী ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে চণ্ডিকা হাতুরুসিংহের বাংলাদেশ। এরপরই দেশ ফিরবেন টাইগার ক্রিকেটাররা।