৭-জাতি গ্রুপের নেতৃবৃন্দ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একত্রে কাজ করার অঙ্গীকার করেছেন। তারা ইতালির দ্বীপ সিসিলিতে সন্ত্রাস এবং সহিংস চরমপন্থার মোকাবেলা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে এক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। ইংল্যান্ডের ম্যানচেস্টার নগরীতে মরণঘাতী সন্ত্রাসী হামলার পরপরই এটি জারি করা হল। বিবৃতিতে হামলার শিকার ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি শোক প্রকাশ করা হয়। এতে বলা হয়, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই হল অন্যতম অগ্রাধিকার এবং জি-সেভেন গ্রুপ তা সর্বোচ্চ পর্যায়ে উত্থাপন করবে।
নেতৃবৃন্দ সন্ত্রাসীদের দ্বারা ইন্টারনেটের অপব্যবহার বন্ধের প্রচেষ্টা জোরদার করারও অঙ্গীকার করেন, এবং ইন্টারনেট সেবা প্রদানকারী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে সন্ত্রাসের বিষয় সংশ্লিষ্ট উপাদানের মোকাবেলায় তাদের প্রচেষ্টা ব্যাপকভাবে বৃদ্ধির আহ্বান জানান। তারা এলক্ষ্যে সুশীল সমাজের সঙ্গে কাজ করারও অঙ্গীকার করেন। ঘোষণায় বলা হয়, সন্ত্রাস ও আন্ত:সীমান্ত সুসংগঠিত অপরাধের মধ্যকার সম্পর্ক ভেঙ্গে দিতে জি-সেভেন মূল ভূমিকা পালন করা অব্যাহত রাখবে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা