সাতটি অগ্রসর দেশের জোট জি সেভেনের কর্মকর্তারা এখন এরকম একটি দলিল ঠিক করে নিচ্ছেন, জোটের নেতারা যেখানে ম্যানচেস্টারে বোমা হামলার নিন্দা করবেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ঐক্যের প্রকাশ তুলে ধরবেন। ইতালির সিসিলি দ্বীপের তাওরমিনায় জি সেভেন শীর্ষ সম্মেলনে দলিলটি প্রকাশ করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এটা হবে শীর্ষ সম্মেলনের আলোচনার ফলাফল তুলে ধরা ঘোষণার থেকে ভিন্ন।
ব্রিটেনের ম্যানচেস্টারে সোমবারের আত্মঘাতী বোমা হামলার অল্প পরে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই হামলায় ২২ ব্যক্তি নিহত হন। সেই দলিলকে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে যুদ্ধ বিষয়ক তাওরমিনা বিবৃতি আখ্যায়িত করা হতে পারে। সন্ত্রাসবাদ ছাড়া নেতারা অন্যান্য বিষয়ের মধ্যে উত্তর কোরিয়া, সিরিয়া, বিশ্ব অর্থনীতি ও বাণিজ্য, এবং জলবায়ুর পরিবর্তন নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন সরকারের আকাঙ্ক্ষা বিবেচনায় রেখে শীর্ষ সম্মেলনের এবছরের ঘোষণায় সংরক্ষণবাদ প্রতিহত করার আহ্বান অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা কম। জার্মানির হেইলিগেন্ডামে অনুষ্ঠিত ২০০৭ সালের শীর্ষ সম্মেলনের পর থেকে সব কয়টি ঘোষণায় সেই অঙ্গীকার অন্তর্ভুক্ত ছিল। তবে মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্বের উল্লেখ অন্তর্ভুক্ত রাখার কাজ এখন চলছে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা