গত ১০ জুলাই ২০১৮, মঙ্গলবার যুব উন্নয়ন অধিদপ্তরের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ‘পরিবর্তন চাই’ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে এক সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। এ সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষকদের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষিত করে তোলা। ‘পরিবর্তন চাই’ এর চেয়ারমান জনাব ফিদা হক বলেন, দেশকে যদি পরিবর্তন করতে হয় তবে দেশের প্রতিটি মানুষের মানষিকতার পরিবর্তন করতে হবে। আর এ জন্য প্রথমেই যুব সমাজকে পরিবর্তন করে তুলতে হবে। অন্যদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত সচিব জনাব এ, বি, এম রুহুল আজাদ ‘পরিবর্তন চাই’ এর চেয়ারমান জনাব ফিদা হককে ধন্যবাদ দিয়ে বলেন, এটি নিঃসন্দেহে একটি ভাল উদ্দ্যোগ। তিনি আরও বলেন, শুধু যুব উন্নয়ন অধিদপ্তর নয় এ পরিবর্তনের ছোঁয়া যেন অন্যান্য মন্ত্রণালয়ে এবং আন্তর্জাতিক ভেন্যুগুলোতেও লাগে সে ব্যাপারে সর্বাত্তক সহযোগীতা দিবেন বলে অভিপ্রায় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আ, ন আহম্মদ আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘পরিবর্তন চাই’ এর ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব সহিদুল ইসলাম কাজল, প্রকল্প সমন্বয়কারী মোঃ আবু মুসা, যোগাযোগ কর্মকর্তা মোঃ নাবিদুল হক এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উর্ধবতন কর্মকর্তাগণ।
Check Also
১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া
জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …