জাপান এবং রুশ কর্মকর্তারা, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা পরিকল্পনা এগিয়ে নেয়ার প্রচেষ্টা তরান্বিত করবেন বলে জানিয়েছেন। গতকাল টোকিওতে, রাশিয়ার সঙ্গে জাপানের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী হিরোশিগে সেকো এবং রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ম্যাক্সিম ওরেশকিনের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই মতৈক্য অর্জিত হয়। উল্লেখ্য, গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাপান রুশ বাণিজ্য ও অর্থনীতি বিষয়ে মিঃ ওরেশকিনকে তাঁর বিশেষ দূত হিসেবে ঘোষণা করেন।
গতবছর ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট পুতিন ও প্রধানমন্ত্রী শিনযো আবের মধ্যকার বৈঠক অনুষ্ঠানের সময়, জাপানের প্রস্তাবিত ৮টি বিষয়ের সঙ্গে সামঞ্জস্যতা রেখে দুই দেশের সরকারী এবং বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বিষয়ক ৮০টি দলিল স্বাক্ষরিত হয়। গতকালের বৈঠকে মিঃ সেকো, সহযোগিতা পরিকল্পনার দৃঢ় অগ্রগতির বিষয় উল্লেখ করেন। তিনি, আগামী মাসে অনুষ্ঠিতব্য মিঃ আবের রাশিয়া সফরের মাধ্যমে এই প্রচেষ্টা ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মিঃ ওরেশকিন, রাশিয়ায় চীনের তুলনায় জাপানের প্রত্যক্ষ বিনিয়োগের মন্থর গতি দেখতে পান বলে জানান। তিনি, সহযোগিতা পরিকল্পনাটি বাস্তবায়নের বিষয় দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কর্মকর্তারা, বৈঠকে মন্ত্রী দ্বয় চিকিৎসা, জালানি এবং অন্যান্য খাতের প্রকল্পগুলো এগিয়ে নিতে পদ্ধতি গঠন এবং প্রয়োজনীয় তহবিল নিশ্চিতকরণের উপায় নিয়ে আলোচনা করেন বলে জানান।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা