আইপিএল-এর দশম আসর শুরু হবে আগামী ৫ এপ্রিল থেকে। মাত্রই শুরুর দিনটা ঘোষণা করলো আইপিএল কর্তৃপক্ষ। ফাইনাল ২৫ মে। বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান খেলবেন তাদের পুরোনো দলেই। সাকিব কলকাতা নাইট রাইডার্সে, মুস্তাফিজ সানরাইজার্স হায়দ্রাবাদে।
শুরুর তারিখ ঘোষণা করা হলেও টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচী এখনো ঠিক করা হয়নি। পিছিয়ে গেছে খেলোয়াড় নিলামের তারিখ। ৪ ফেব্রুয়ারি থেকে খেলোয়াড় নিলাম শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০ থেকে ২৫ ফেব্রুয়ারি সময়ের মধ্যে হবে বলে জানানো হয়েছে।
সাকিবের সঙ্গে কলকাতার চুক্তিটা তিন বছরের। মুস্তাফিজের সঙ্গে সানরাইজার্সের চুক্তিটা এক মৌসুমের জন্যই ছিল। কিন্তু প্রথম মৌসুমেই বাজিমাত করা মোস্তাফিজকে নিজেদের দলেই রেখে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। মোস্তাফিজকে রেখে সানরাইজার্স ছেড়ে দিয়েছে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে। যার অর্থ সাকিবের মতো মুস্তাফিজকেও এবার উঠতে হবে না নিলামের টেবিলে। গতবার আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতে্ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজ।