সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ১৩ বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে জিকায় আক্রান্ত মোট বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো ১৯ এ। সোমবার (৫ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হচ্ছে, জিকা শনাক্ত পরীক্ষায় যে বাংলাদেশিরা পজিটিভ প্রমাণিত হয়েছেন, তাদের মধ্যে ভাইরাসটির হালকা লক্ষণ দেখা যাচ্ছে। তবে এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে অনেকে সুস্থ হয়েছেন এবং হচ্ছেন। আক্রান্তদের দেখভাল করছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, এ বিষয়ে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর আগে, গত ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সংবাদমাধ্যম ৬ বাংলাদেশির জিকায় আক্রান্ত হওয়ার খবর দেয়।