ইসরাইল সোমবার ভোরে সিরিয়ায় ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরাইলী সেনাবাহিনী এ কথা জানিয়ে বলেছে, সিরিয়া থেকে ইসরাইলকে লক্ষ্য করে ছোঁড়া একটি রকেট আকাশপথেই ঠেকিয়ে দেয়ার কয়েকঘন্টা পর তারা এ হামলা চালিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে ইসরাইলী ভূখন্ড বা সেনাবাহিনীর ক্ষতি না করার জন্য ইরানকে হুঁশিয়ার করেছে। খবর : এএফপি।
রোববার ইসরাইলি সেনাবাহিনী বলেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিরিয়া থেকে ছোঁড়া একটি রকেট আকাশেই ঠেকিয়ে দিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে শত্রুপক্ষ হামলা চালিয়েছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের পাশে দামেস্ক বিমানবন্দরে ইসরাইলী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে আরো বলা হয়, মনে হচ্ছে ইরান ও হিজবুল্লাহ’র অস্ত্রগুদামে ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে।
ইরান প্রতিবেশী সিরিয়ায় সামরিক উপস্থিতি জোরদার করতে চাইছে। ইসরাইল তার প্রধান শত্রু ইরানকে থামানোর অঙ্গীকার করেছে। উল্লেখ্য, ইসরাইল তার হামলার কথা সাধারণত খুব কমই প্রকাশ করে।