সিরিয়ার আলেপ্পো শহরে সোমবার ত্রাণবহরে বিমান হামলার জেরে সহায়তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। সংস্থার এক মুখপাত্র জানান, ত্রাণবহরের কাছে সব বৈধ কাগজই ছিল। এমনকি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছিল। সোমবারের বিমান হামলায় ত্রাণ বহরে থাকা ৩১টি লরি’র মধ্যে ১৮টিই ধ্বংস হয়ে গেছে। এরই সঙ্গে ধ্বংস হয়ে গেছে লরিগুলোয় থাকা ত্রাণ সহায়তাও। হামলায় বেসামরিক নাগরিকদের সঙ্গে নিহত হয়েছেন সিরিয়ার রেড ক্রিসেন্টের এক শীর্ষ কর্মকর্তাও।
এই ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের ঘোর লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন রেডক্রিসেন্ট কমিটির প্রধান পিটার মাউরার। ঘটনার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তীব্র নিন্দা জানানো হয়।