সিরিয়ার একটি সামরিক ঘাঁটির উপর মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে গতকাল অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠকে, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তীব্র বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত ভ্লাদিমির সাফ্রনকভ, কোন প্রমাণ ছাড়াই এ সপ্তাহের প্রথম দিকে রাসায়নিক অস্ত্র হামলার জন্য সিরিয় সরকারকে দায়ী করার জন্য যুক্তরাষ্ট্রকে আগ্রাসী বলে অভিযুক্ত করেন। উল্লেখ্য, রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সমর্থন করে।
মিঃ সাফ্রনকভ বলেন যে, সিরিয় বিমান বাহিনীর স্থাপনা এবং সরঞ্জামের উপর মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা কেবল, সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাশিয়ার সংগ্রামকে কঠিন করে তুলবে। মার্কিন রাষ্ট্রদূত নিকি হেইলী বলেন যে, রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলে যুক্তরাষ্ট্র তাকে সমর্থন করবে না এবং এধরনের অস্ত্রের প্রসার ও ব্যবহার রোধ করা জাতীয় নিরাপত্তামূলক স্বার্থের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মিয হেইলী আরও বলেন যে, আমরা আরও কিছু করতে প্রস্তুত রয়েছি, কিন্তু তার দরকার হবে না বলে আশা করি।
সিরিয়ার স্থানীয় সময় গতকাল সকালে মার্কিন যুদ্ধ জাহাজগুলো মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের সিরিয় বিমান ঘাঁটি লক্ষ্য করে ৫৯টি টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে, রাসায়নিক অস্ত্র হামলার জবাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয় যাতে বিদ্রোহীদের দখলাধীন একটি শহরে ৭২ জন বেসামরিক ব্যক্তি নিহত হন।