সিরিয়ার সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতপার্থক্য থাকায় যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার উচ্চপর্যায়ের আলোচনা ব্যর্থ হয়েছে। সোমবার চীনের হ্যাংঝৌ শহরে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়। দু’দেশেরই সরকারী সূত্রে বলা হয়, জি-২০ সম্মেলনের মাঝে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং জন কেরি সিরিয়া বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাতে আলোচনায় বসেন। তবে অনেক বিষয়েই মতপার্থক্য থাকায় কোনো সমঝোতায় পৌঁছাতে তারা ব্যর্থ হন।
আলোচনায় সিরিয়ার আলেপ্পো শহরে অবরুদ্ধ স্থানীয়দের ত্রাণ সরবরাহ করার সুবিধার্থে রুশ এবং সিরিয়ার বাশার বাহিনীর বিমান হামলা আংশিক বন্ধের বিষয়ে আলোচনা হয়। অবশ্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনা ব্যর্থ হলেও এদিনই বিষয়টি নিয়ে মুখোমুখি হবেন মার্কিন ও রুশ প্রেসিডেন্ট। তবে বারাক ওবামা এবং ভ্লাদিমির পুতিনের ঐ বৈঠক কতটুকু আলোর মুখ দেখবে এই নিয়ে যথেষ্ট সন্দেহ পোষণ করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।