জাপানে গত মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘জেবি’। যেটি ঘন্টায় ২১৬ কিলোমিটার গতিবেগ সম্পন্ন টাইফুন। জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে। ১৯৯৩ সালের পর এটা আঘাত হানা জাপানের সবচেয়ে শক্তিশালী ঝড়। জেবিকে বলা হচ্ছে ‘সুপার টাইফুন’। টাইফুনের প্রভাবে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয়দের অন্যত্র সরে যেতে বলা হয়েছিলো।
জাপানের পশ্চিম উপকূলে টাইফুন ‘জেবি’র আঘাতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। বিদ্যুৎহীন রয়েছে প্রায় ১০ লাখ মানুষ। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঝড়ের আঘাতে ৮৯ মিটার দীর্ঘ একটি ট্যাংকার নড়ে গেছে। বাতাসের বেগ এত বেশি ছিল যে কয়েকটি বড় গাছ পড়ে গেছে৷ বুধবার দুপুর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস৷ এখন পর্যন্ত অন্তত ৭০০ বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে৷ পশ্চিম ও মধ্যাঞ্চলে বেশ কয়েকটি এলাকার স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এছাড়া টোকিও এবং হিরোশিমার মধ্যে চলাচলকারী বুলেট ট্রেন বন্ধ রাখা হয়েছে৷ বন্ধ রাখা হয়েছে ওসাকার ইউনিভার্সাল স্টুডিও৷ অর্থনৈতিক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পশ্চিম জাপানের ১ লাখ ৭৭ হাজার দোকানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ টয়োটা মোটর কোম্পানির ১৪টি কারখানায় নাইট শিফট বাতিল করা হয়েছে৷ যে স্থানে টাইফুন আঘাত হেনেছে, রাজধানী টোকিও সেখান থেকে অনেক দূরে হলেও সেখানেও প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া শুরু হয়েছিলো৷ প্রচণ্ড বাতাস আর বৃষ্টিতে ভূমিধস ও বন্যার পূর্বাভাস ও দিয়েছে আবহাওয়া অফিস৷
ঘূর্ণিঝড়ের কারণে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার কিয়ুসু অঞ্চল সফর বাতিল করেন।
একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আঘাত হানছে জাপানে৷ জুলাই মাসে মধ্য ও পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টি, বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছিল দেশটি৷ নিহত হয়েছিল দুই শতাধিক মানুষ৷ ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছিল ঐ দুই অঞ্চলে৷ এর রেশ কাটতে না কাটতেই আঘাত হানলো টাইফুন জেবি৷
Check Also
১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া
জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …