নিরাপত্তা নিয়ে পূর্ণ আশ্বাস পাওয়ার পর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বৃহস্পতিবার রাতে আগের সূচি অনুযায়ী সফরসূচি নিশ্চিত করে ইসিবি। গুলশান হালমার পর নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখায় ইংল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক দল বাংলাদেশে এসে পর্যবেক্ষণ করে যায়। এরপর তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ইসিবি দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসে পর্যবেক্ষক দলটি। আলোচনা শেষে বাংলাদেশ সফর চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইংল্যান্ড।
কয়েকদিন আগে ইসিবির নিরাপত্তা পরামর্শক সাবেক পুলিশ কর্মকর্তা রেগ ডিকাসন, পেশাদার ক্রিকেটারদের সংগঠনের প্রধান নির্বাহী ডেভিড ল্যাথারডেল ও ইসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জন কারের সমন্বয়ে গঠিত ইংলিশ নিরাপত্তা পর্যবেক্ষক দল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, ফতুল্লা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন। খতিয়ে দেখেন ক্রিকেটারদের থাকার হোটেলের নিরাপত্তা ব্যবস্থাও। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন তারা। ফিরে যাওয়ার আগে নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ইসিবির পরিদর্শক দল।
দেশে ফিরে ডিকাসনদের দেওয়া রিপোর্টের ওপর নির্ভর করেই সফরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো ইসিবি। বাংলাদেশ সরকারের দেওয়া নিরাপত্তার প্রতিশ্রুতি অনুযায়ী আসন্ন সফর নিরাপদ হবে বলে তিন সদস্যের ঐ নিরাপত্তা পরিদর্শক দল রিপোর্টে ইসিবিকে জানিয়েছেন।