সুইডেনের রাজধানী স্টকহোমের একটি ব্যস্ততম সড়কে ট্রাক নিয়ে ঢুকে পড়ায় অন্তত তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও বেশ কয়েকজন। শুক্রবার একটি ব্যস্ততম শপিং স্ট্রিটে ট্রাক হামলাটি সন্ত্রাসী হামলা বলে মনে করছেন দেশটির প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বিকাল তিনটায় মধ্য স্টকহোমের কুইন স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটে। পথচারীদের চলাচলের জায়গাতে ট্রাকটি চালাতে চালাতে একটি ডিপার্টমেন্ট স্টোর বিল্ডিংয়ে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে ট্রাকটি হাইজ্যাক বা চুরি করা হয়েছে। স্থানীয় পত্রিকার বরাতে জানায় দ্য ইন্ডিপেনডেন্ট।
ট্রাক হামলার পর শত শত মানুষ কাছাকাছি অবস্থিত আহলেনস মল এ আশ্রয় নেয়।
বর্তমানে এলাকাটিতে জরুরী সেবা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে লোকজনকে সড়িয়ে নেওয়া হয়েছে। বার্লিন, প্যারিস, লন্ডন, সেন্ট পিটার্সবার্গসহ ইউরোপের বড় কয়েকটি শহরে সন্ত্রাসী হামলার পর স্টকহোম হামলাটি হচ্ছে সর্বশেষ হামলা।