স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের জার্সি গায়েও বছরের শুরুটা ভালো করেছিলেন আল আমিন হোসেন। তারই ধারাবাহিকতায় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের এই ডানহাতি পেসার। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে তুলে নিয়েছেন ১০ উইকেট। সবশেষ গত সোমবার মুশফিকুর রহীমের মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারায় প্রাইম দোলেশ্বর। সেই ম্যাচে ৮.৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৩টি উইকেট।
ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচে মঙ্গলবার কলাবাগান ক্রিকেট একাডেমীর মুখোমুখি হচ্ছে আল আমিনের প্রাইম দোলেশ্বর। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি। তার আগে সোমবার মিরপুরের একাডেমী মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আল আমিন। জানালেন, সামনের ম্যাচগুলোতেও নিজের ধারাবাহিকতা ধরে রাখতে চান এই ডানহাতি পেসার।
বললেন, ‘বোলিং এবং ফিল্ডিং, এই দুটিতে আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। শুধু বোলিং বা ফিল্ডিং নয়, ব্যাটিংয়েও আমি আমার সেরাটা দিতে চাই।’ সেই সঙ্গে জানালেন, কোনো রকম ইনজুরিতে না পড়ে পুরোপুরি ফিট থেকেই টুর্নামেন্ট শেষ করতে চান এই ডানহাতি পেসার। ডিপিএলের গত কয়েকটি ম্যাচ বৃষ্টির বাধায় পড়েছে। এমনটা হলে উইকেটের স্বাভাবিকতা নষ্ট হয়ে যায় উল্লেখ করে আল আমিন জানালেন, ‘গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। এখন আবহাওয়া কিছুটা ভিন্ন। ফলে আগে থেকেই বলতে পারছি না উইকেট কেমন আচরণ করবে। তবে উইকেট যেমনই হোক না কেন আমরা যেভাবে ধারাবাহিক পারফর্ম করে এসেছি সেটা ধরে রাখতে হবে।’
এদিকে কয়েকদিনের বৃষ্টির পরেও ফতুল্লার উইকেট যেন শেষ পর্যন্ত স্পোর্টিং থাকে এমনটাই প্রত্যাশা করছেন আল আমিন। ডানহাতি এই পেসার বললেন, ‘ফতুল্লার উইকেট এমনিতেই স্পোর্টিং। আমি মনে করি ফতুল্লা ও বিকেএসপির উইকেট সব সময় স্পোর্টিং থাকে। সেখানে ব্যাটিং বা বোলিংয়ে যারা ভালো করছে, তারাই জয় পাচ্ছে। আমার মতে বাকি উইকেটগুলোও স্পোর্টিং হওয়া উচিৎ।’